fbpx
নির্বাচন

উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে চলছে জোরালো প্রচার-প্রচারণা

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের জোরালো  প্রচার-প্রচারণা। আগামী ৮মে ভোটকে সামনে রেখে এলাকার মানুষের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা উন্নয়ণের প্রতিশ্রুতি। এই উপজেলায় চেয়ারম্যান হতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সাধারণ ভোটাররা বলছেন মূলত লড়াই হবে ঘোড়া এবং আনারস প্রতীকের প্রার্থীর মধ্যে।

৩১৯ বর্গ কিলোমিটার আয়তনের ময়মনসিংহের ফুলপুর উপজেলা দশটি ইউনিয়ন নিয়ে গঠিত। সেখানে মোট ভোটার ২ লাখ ৮৪ হাজার ৭৮৯জন। উপজেলা নির্বাচনে এবার বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে জানিয়ে ভোটাররা নানা প্রত্যাশার কথা বলছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর বিরুদ্ধে প্রভাব কাঠানোর অভিযোগ করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের প্রার্থী আতাউল করিম রাসেলের। শান্তিপূর্ণ নির্বাচনে জয়ের আশা আনারস প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের।

নির্বাচনকে উৎসবমুখর করতে সকল ধরণের প্রস্তুতি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, কারো পেশিশক্তি ব্যবহারের সুযোগ নেই। ফুলপুর ছাড়াও প্রথম ধাপে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে  ৮মে।

বাংলা টিভি /বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button