fbpx
খেলাধুলাফুটবল

এমএলএসে মেসির দুই রেকর্ড

নিউইয়র্ক রেড বুলসের জালে ইন্টার মায়ামির গোল উৎসবের দিনে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ইতিহাসে দুটি রেকর্ড গড়লেন মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লাবের ছয় গোলের সবকটিতে অবদান রাখলেন। একটি গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট এলো মহাতারকার পা থেকে।

রোববার বাংলাদেশ সময় সকালে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৬-২ গোলের বিশাল জয় পেয়েছে মায়ামি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসির পাশাপাশি নজর কাড়েন লুইস সুয়ারেজ ও মাতিয়াস রোহাস। উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ হ্যাটট্রিকের স্বাদ নেন। মেসির গোলটিতেও অ্যাসিস্ট করেন তিনি। বদলি নেমে প্যারাগুইয়ান উইঙ্গার রোহাস করেন বাকি দুই গোল।

এরআগে নিজেদের মাঠে নিউইয়র্ক রেড বুলস ইন্টার মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। সেদিন চোটের কারণে দলের বাইরে ছিলেন মেসি। আজকের ম্যাচে আর্জেন্টাইন এই তারকাকে ফিরে পেয়েই প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে মায়ামি। ঘরের মাঠ ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ৬-২ গোলের বিশাল জয় পায় মায়ামি।

তাদের প্রতিশোধের এই জয়ে হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। আর মেসি এক গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন। মায়ামির অন্য দুটি গোল করেছেন প্যারাগুইয়ান মিডফিল্ডার মাতিয়াস রোহাস।

মায়ামি বিশাল জয় পেলেও ম্যাচের শুরুটা ছিল অন্যরকম। ৩০ মিনিটে দান্তে ভানজেইরের গোলে এগিয়ে যায় রেড বুলস। প্রথমার্ধে সেই গোল শোধ দিতে পারেনি মায়ামি। সেই সময় মনে হচ্ছিল বৃথাই যাচ্ছে মার্তিনোর হুমকি। রেড বুলসের কাছে হয়তো আরেকটি হারের হতাশাই সঙ্গী হবে মেসি-সুয়ারেজদের।

অথচ প্রথমার্ধ শেষে হারের শঙ্কায় ছিল লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মায়ামি। ৩০তম মিনিটে দান্তে ফনজেয়ারের লক্ষ্যভেদে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল রেড বুলস। তবে বিরতির পর ভোজবাজির মতো পাল্টে যায় যেন ম্যাচের দৃশ্যপট! মেসি, সুয়ারেজ আর রোহাস মিলিয়ে স্রেফ গুঁড়িয়ে দেন প্রতিপক্ষকে।

৪৮তম মিনিটে রোহাস মায়ামিকে সমতায় ফেরানোর পর ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ৬২তম মিনিটে। দুটি গোলেরই যোগানদাতা মেসি। মাঝে ৫০তম মিনিটে রেকর্ড আটবারের ব্যালন দি’অরজয়ী ফুটবলার নিজেও নিশানা ভেদ করেন। এরপর একপেশে লড়াই হয়ে ওঠে কেবলই মেসি-সুয়ারেজময়। মেসির সহায়তায় মাত্র ১২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন সুয়ারেজ। যথাক্রমে ৬৯তম, ৭৫তম ও ৮১তম মিনিটে জাল কাঁপান তিনি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে রেড বুলসের হয়ে ব্যবধান কমান এমিল ফোর্সবার্গ।

১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট তালিকার এক নম্বর স্থান মজবুত করল মায়ামি। জেরার্দো মার্তিনোর শিষ্যদের চেয়ে এক ম্যাচ কম খেলা এফসি সিনসিনাটি ২১ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিনে থাকা রেড বুলসের অর্জন ১১ ম্যাচে ১৭ পয়েন্ট।

ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button