fbpx
প্রধানমন্ত্রী

সম্পদ বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা হতে হবে যথাযথ-টেকসই: প্রধানমন্ত্রী

দেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে উন্নয়ন প্রকল্প নিতে হবে, অহেতুক অপচয় যেন না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে- বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ’এর কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারপ্রধান বলেন, সঠিক পরিকল্পনা বাস্তবায়নের ফলেই দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই উন্নয়ন পরিকল্পনা সাজাতে প্রকৌশলীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ-আইইবি’র ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই, বাংলাদেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন,  আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, সেটি বিবেচনায় নিয়ে প্রকল্প গ্রহণ করতে হবে, দেখতে হবে জনগণের কতোটা কাজে আসছে। ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশবান্ধব, ব্যয় সাশ্রয়ী এবং টেকসই।

আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৃণমূল থেকে মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। এসময় বহির্বিশ্বে বাংলাদেশের পণ্যের আরও বাজার খুঁজতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button