fbpx
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই করতে প্রস্তুত ফিলিস্তিনি যোদ্ধারা

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন মুখপাত্র একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, রাফাহ এবং গাজায় ইসরাইলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাবে। ইসরাইলের আগ্রাসন যতই দীর্ঘ হোক না কেন, তার ফলাফল শূন্য।

ওই ভিডিও বার্তায় আবু ওবেইদা বলেন, জনগণের স্বার্থে আমরা পুরোপুরি লড়াই বন্ধে রাজি আছি। তবে আমরা শত্রুদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত রয়েছি।

ওবেইদা আরও বলেন, তাদের কোনো অর্জন নেই। যুদ্ধক্ষেত্রে তারা তাদের সৈন্যই হারাচ্ছে। হামাসের ব্যাপক শক্তি রয়েছে এ কথা বলছি না। তবে আমরা আমাদের জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবো।

আবু ওবেইদা বলেন, হামাস ইসরায়েলি শতাধিক যুদ্ধযানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক, সেনাবাহিনীর সদস্যদের বহনকারী যান, বুলডোজার। এ ছাড়া হামাস টানেলে হামলাসহ রকেট ও মর্টার শেলের মাধ্যমে অনেক ইসরাইলি সেনার প্রাণ নিয়েছে।

এদিকে, গাজায় যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে নেতানিয়াহুর ‘গোঁড়ামি’র কারণে যুদ্ধবিরতির প্রক্রিয়া আবার স্থবির হয়ে গেছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে স্মরণকালের ভয়াবহ হামলা চালায় হামাস। এ হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ ৮ মাসের বেশি সময় ধরে ইসরাইলের চালানো হামলায় প্রায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button