fbpx
খেলাধুলাফুটবল

মেসির গোলের পরও হারল মায়ামি

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির বিশ্রাম থেকে ফেরার ম্যাচে আটলান্টার কাছে ৩-১ ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সকার লিগ ফুটবলের (এমএলএস) মৌসুমের নিয়মিত খেলায় আটলান্টা ইউনাইটেড এফসির মু্খোমুখি হয় মেসির দল। এই ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন মেসি।

টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার পর এই প্রথম হারের স্বাদ পেল মায়ামি।

দলের হয়ে একমাত্র গোল অবশ্য মেসিই করেন। বিশ্রাম থেকে ফিরে একাদশে ছিলেন  লুইস সুয়ারেজ ও সার্জিও বুস্কেটসও। তবে দলের জন্য কোনো কিছুই করতে পারেননি।
 

৪৪ ও ৫৯ মিনিটে আটলান্টার হয়ে জোড়া গোল করেন জর্জিয়ার সাবা লভজানিৎজে।

মেসি ৬২ মিনিটে গোল করে ব্যবধান কমালেও ৭৩ মিনিটে জামাল থিয়ারের গোলে ৩-১ ব্যবধানে ম্যাচ জেতে আটলান্টা।
 

তবে লক্ষ্যে শট নেওয়ার ক্ষেত্রে আটলান্টা এগিয়ে থাকলেও  ম্যাচে বল দখলে দাপট দেখায় মায়ামি। ম্যাচের চতুর্থ মিনিটে অবশ্য দারুণ একটি সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু ৮ বারের ব্যালন ডি’অরজয়ী তারকার করা হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button