fbpx
বাংলাদেশসরকার

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

ত্যাগের মহিমা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহে, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন,রাষ্ট্রপতি মো: সাহবুদ্দিন। নারীদের জন্যেও ছিল আলাদা নামাজের ব্যবস্থা।

এছাড়াও, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর ১৮৪টি ঈদগাহ ও প্রায় দেড় হাজার মসজিদে ঈদের নামাজ আদায় করেন নগরবাসি। নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।

জাতীয় ঈদগাহের ঈদ জামাতে ইমামতি করেন,বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন। নামাজ আদায় করেন,রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য , মুসলিম দেশের কূটনীতিক ও সরকারের উর্দ্ধতন ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনীপেশার মুসল্লীরা।

নামাজ শেষে খুতবার পর মোনাজাতে অংশ নেন হাজারো মানুষ। দেশের কল্যাণ শান্তি-সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনায় করা হয় দোয়া। পরে ভ্রাতৃত্বের বন্ধনে ত্যাগের মহিমায় কোলাকুলি করেন একে অপরের সঙ্গে।

জাতীয় ঈদ জামাত ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে,ছিলোনা মুসল্লীদের চাপ।

এদিকে,বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ৫টি ঈদ জামাত। নামাজ শেষে ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমের কল্যাণ কামনায়,করা হয় দোয়া মোনাজাত।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button