fbpx
প্রধানমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুর ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে দিল্লির পথে রওনা হন। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টায় দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে।

এসময় শেখ হাসিনাকে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানাবেন। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয় জানিয়েছে, সফরে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক হবে।

পাশাপাশি প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। উভয় দেশে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বেশকিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথাও রয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button