আওয়ামী লীগ
জাতির সব অর্জন এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে: কাদের

বিজয়কে এখনো সুসংহত করা সম্ভব হয়নি,সাম্প্রদায়িকতা এখনো বিজয়ের প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ৭৫ বছরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। রোববার সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। তিনি বলেন,বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বশ্রেষ্ঠ অর্জন এ দেশের স্বাধীনতা। আর শেখ হাসিনার নেতৃত্বে অর্জন এ দেশের উন্নয়ন। আগামীতে এ ধারা অব্যাহত থাকলে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে বলেও জানান তিনি। এ সময় কোন রাজনীতিবিদ অন্যায় দুর্নীতি করলেও ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
বাংলা টিভি / বুলবুল