fbpx
Uncategorized

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.৫৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল আজ রবিবার (২৩ জুন) প্রকাশিত হয়েছে। ওপেন স্কুলের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের হাতে এ ফলাফল তুলে দেন।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও রেজিস্ট্রার ড. শফিকুল আলম উপস্থিত ছিলেন। বাউবির গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আ.ফ.ম. ড. মেজবাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয় ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৬২ দশমিক ৫৮। বাউবির এসএসসি-২০২৪ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩৩ হাজার ৪০১ জন। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৩১ হাজার ৮১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ১২হাজার ৪৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button