fbpx
Uncategorized

কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম

কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। একটার দাম কমলে, বাড়ছে অন্যটার। এরই মধ্যে চালের দাম বস্তা প্রতি বেড়েছে ১০০ থেকে দেড়শ টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, সবজিসহ আলু ও পেঁয়াজের দাম। তবে, ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও কমেছে অন্যান্য মুরগির দাম। বৃষ্টির কারণেই এই দাম বৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের।

এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এরপরও পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। এমন পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

বাজারে চালের দাম নিয়ে হতাশায় ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। এছাড়াও, সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা। পাশাপাশি, মাছের বাজারে ক্রেতা কম থাকলেও প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে ১০০ থেকে দেড়শ টাকা পর্যন্ত।

অন্যদিকে, ব্রয়লার মুরগী কেজিতে ১০ থেকে ১৫ টাকা বাড়লেও কমেছে অন্যান্য মুরগির দাম।তবে, অপরিবর্তিত রয়েছে বেশ কিছু মুদিপণ্যের দাম।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button