বিভিন্নস্থানে সড়ক ও ট্রেন দূর্ঘটনায় নিহত ৪
দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয় আরও ২ জন। সকালে নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় সুজন বর্মন নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো তিন সিএনজি যাত্রী আহত হয়। নিহত সুজন ময়মনসিংহ ত্রিশালের ধলা গ্রামের বরেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে।
তিনি নেত্রকোনার মোহনগঞ্জে তার বোনজামাইয়ের স্বর্ণের দোকানে কাজ করত। এদিকে, দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। এতে সিএজিতে থাকা ৪ যাত্রীর মধ্যে মিজানুর রহমান মুক্তার ও পলাশ মিনজি নামের ২ জন নিহত হয়েছেন। এসময় আরও ২ জন আহত হন।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় আব্দুস সামিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামিম ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে।
বাংলা টিভি / বুলবুল