সুনামগঞ্জের পাহাড়ি এলাকায় বাড়ছে আনারসের উৎপাদন
সুনামগঞ্জের পাহাড়ি এলাকায় বাড়ছে আনারসের উৎপাদন। এতে একদিকে যেমন লাভবান হচ্ছেন চাষীরা,অন্যদিকে বদলাতে শুরু করেছে দূর্গম এলাকার অর্থনীতির চাকা। চলতি মৌসুমে শুধু পাহাড়ি এলাকা থেকে প্রায় ১৬ কোটি টাকার আনারস উৎপাদিত হবে বলে আশা করছেন চাষিরা।
সুনামগঞ্জের সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের গ্রাম হাসাউড়া। এই গ্রাম ছাড়াও আশপাশের আরও চারটি গ্রামের মানুষজন আনারস চাষ করেন। রসালো এই আনারস ইতোমধ্যে জেলা শহরসহ প্রত্যন্ত এলাকার হাট বাজারে উঠতে শুরু করেছে। সেই সাথে এই সব আনারস ২৫ টাকা থেকে শুরু করে ৪৫ টাকায় বিক্রি করা হচ্ছে।
চাষীরা জানান,পাহাড়ি টিলার পতিত জায়গায় আনারস চাষ করে তারা অনেক লাভবান হচ্ছেন। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নানা ভোগান্তি পোহাতে হয়। কৃষি বিভাগ বলছেন, পাহাড়ি পতিত মাটিতে চাষীরা আনারস উৎপাদন করছেন। চাশিদেরকে সব সময় সহযোগিতা করা হচ্ছে।
কৃষি বিভাগের তথ্য মতে,হাসাউড়াসহ আশপাশের এলাকায় প্রায় ১২০ হেক্টর জায়গায় একশর বেশী টিলায় আনারসের বাগান রয়েছে। এসব এলাকায় দুইশ’রও বেশী কৃষক আনারস চাষ করেন।
বাংলা টিভি / বুলবুল