fbpx
আবহাওয়া

সিলেটে ভারি বৃষ্টির সম্ভাবনা,আশংকা ফের বন্যার

সিলেটে আগামী ৭২ ঘণ্টা ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময়ে একই পরিমাপের বৃষ্টি হতে পারে সীমান্তের ওপারে। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে আবার বন্যার আশংকা রয়েছে।

সিলেট তৃতীয় দফা বন্যার কবল থেকে এখনও পুরোপুরি মুক্ত হয়নি। অনেক এলাকায় পানি আটকে আছে। ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন অংশ এখন পর্যন্ত ডুবে আছে।

গত তিনদিন ধরে সিলেটে সকাল,সন্ধ্যা ও রাতে হালকা বৃষ্টি হলেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে,আগামী ৭২ ঘণ্টা দেশের সকল বিভাগে দমকা হাওয়াসহ হালকা ও মাঝারি আবার কোথাও কোথাও ভারি এবং অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button