আবারও বন্যার কবলে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা
আবারও বন্যার কবলে পড়েছে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেট,সুনামগঞ্জ,কুড়িগ্রাম ও নীলফামারী জেলার নিম্নাঞ্চল।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে গাইবান্ধার সবগুলো নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। এছাড়া তিস্তা, যমুনা, ঘাঘট এবং করতোয়ার পানি বৃদ্ধি পেয়ে জেলার সুন্দরগঞ্জ,গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রথম দফা বন্যার পর কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলে আবারও শতশত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জিঞ্জিরাম, হলহলিয়া, ধর্ণি, সোনাভরি,ব্রম্মপুত্র নদের পানি উপচে প্লাবিত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
ঢল আর বৃষ্টিপাত না থাকায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানিবন্দী অবস্থা থেকে মুক্তি মিললেও দ্বিতীয় দফার বন্যায় সড়কের বেশি ক্ষতিগ হওয়ায়,ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে,সুরমা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে জামালপুরের যমুনা ও ব্রক্ষ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৫৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি সড়ক ও মহারাণী ব্রীজের কাছে মেইনরোড ভেঙে কাঠারবিল টু ঝালুরচর বাজারে যোগাযোগ বিছিন্ন রয়েছে।
বাংলা টিভি / বুলবুল