fbpx
প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ নির্মাণের উপযোগী করতে হবে : প্রধানমন্ত্রী

আজকের শিশুরা আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভুমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন প্রজন্মকে সেভাবেই গড়ে উঠতে হবে।  শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শিশুদের উন্নত জীবন দিতে দেয়ার লক্ষে জাতির পিতার অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

১৯১২ সালে প্রতিষ্ঠিত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্কুল। সকালে সেখানে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন তিনি।

পরে সেখানেই, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামেরও মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায়, উন্নত বাংলাদেশ গঠনে শিশুদের প্রস্তুত করার আহবান জানান প্রধানমন্ত্রী।তুলে ধরেন শিশুদের কল্যাণে জাতির পিতার দেয়া নানা পদক্ষেপের কথা।

শেখ হাসিনা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি সেখানে কিছুক্ষণ সময় কাটান এবং শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন। যেখানে জাতির ওপর রচিত বিভিন্ন বই রাখা হয়েছে। এরপর টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা টিভি /  বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button