fbpx
প্রধানমন্ত্রী

দেশপ্রেম ও সততার সঙ্গে পিজিআর সদস্যদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশপ্রেম ও সততার সঙ্গে পিজিআর সদস্যদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক প্রযুক্তির সাথে তালমিলিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। রোববার দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআর-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে তাঁর সরকারের অবদানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি বাংলাদেশ সফরে আসা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করে আসছে প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্ট-পিজিআর।

পিজিআর এর ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিতেই ঢাকা সেনানিবাস এলাকায় বাহিনীর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো অনুষ্ঠানস্থল ঘুরে কুশল বিনিময় করেন উপস্থিত সবার সঙ্গে।

পরে আনুষ্ঠানিক বক্তব্যে সরকারপ্রধান দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যদের আহ্বান জানান। এ সময় আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে পিজিআর সদস্যদের জন্য আবাসন তৈরির কথাও জানান তিনি।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে মন্তব্য করে,আওয়ামী লীগ সভানেত্রী বলেন, একটা সময়ে দেশ ছিলো অন্ধকার যুগে।

বিশ্বজুড়ে মূল্যস্ফীতির কারণে বাংলাদেশেও বিভিন্ন খাদ্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান,প্রতিটি খাদ্যপণ্য সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হচ্ছে।

বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button