উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্ভোগে মানুষ
উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিতে উত্তরাঞ্চলের বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে উত্তর-পুর্বাঞ্চলে পানি কমে গেলেও দুর্ভোগে রয়েছে কয়েক লাখ পরিবার।
কুড়িগ্রামে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র,ধরলা ও দুধকুমারের পানি। এতে করে দুর্ভোগ বেড়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় দেড় লক্ষাধিক মানুষের। এদিকে, লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বেড়ে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। হুমকির মুখে পড়েছে আদিতমারীতে উপজেলার মহিষ খোচায় বন্যা নিয়ন্ত্রণ স্পারবাঁধ। অন্যদিকে, উজান থেকে নেমে আসা ঢল ও ভারিবর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
বিস্তীর্ণ জমির পাট, কাউন,তিল ও শাকসবজিসহ বর্ষাকালীন ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়াও, জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দি অবস্থায় রয়েছে দুই লাখ মানুষ। সিরাজগঞ্জে তলিয়ে গেছে ৫ হাজার হেক্টর ফসলি জমি, রাস্তাঘাট ও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। বন্যাকবলিতরা আশ্রয় নিয়েছেন বিভিন্নস্থানে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ২৩ দিন ধরে পানিবন্দি লক্ষাধিক পরিবার।
বাংলা টিভি / বুলবুল