fbpx
প্রধানমন্ত্রী

বাংলাদেশ-চীন ২১টি সহযোগিতা দলিল সই

বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে’ উন্নীত করতে দুই দেশের মাঝে ২১টি দলিল সই হয়েছে। যার মধ্যে, ২টি সমঝোতা স্মারক নবায়নসহ রয়েছে আরো ৭টি প্রকল্পের ঘোষণা।

স্থানীয় সময় বুধবার সকালে, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল’এ দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং’এর উপস্থিতিতে দলিলগুলো স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ৬ষ্ঠ ও ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের বিষয়ে চুক্তিসহ মোট ২১টি দলিল সই হয়।

সেইসাথে ৭টি প্রকল্পের ঘোষণা দিয়েছে চীন ও বাংলাদেশ। দলিলগুলোর মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং চায়না মিডিয়া গ্রুপ’এর সঙ্গে সমঝোতা স্মারক ও সংবাদ সংস্থা সিনহুয়ার মধ্যে একটি চুক্তিতে সই করেন।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button