কোটা আন্দোলনকারীরা জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা- হুঁশিয়ারি পুলিশের
উচ্চ আদালতের আদেশের পর কোটা সংস্কার আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন। বলেছেন, কোটা নিয়ে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা। আর আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরলেও এখনও যারা আন্দোলনে আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সকালে আলাদা সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
কোটাবিরোধীদের কয়েকদিনের টানা আন্দোলনে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে অবস্থান নেয়ায় জনজীবনে ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। এদিকে, মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সিদ্ধান্ত জানায়। আদালতের রায়ের পর আন্দোলনের যৌক্তিকতা নেই বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবার রাস্তা বন্ধ করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে তারা।
এদিকে, চলমান কোটা আন্দোলন নিয়ে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি। তিনি জানান, আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা সরে এলেও একটি মহল উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন করছে। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে ফিরে আসতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলা টিভি / বুলবুল