fbpx
দেশবাংলা

নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার প্রস্তুতি জেলেদের

সাগরে মাছ ধরার উপর ৬৫দিনের অবরোধ প্রায় শেষের দিকে।এই অবসর সময়ে ট্রলার মেরামতসহ অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছেন ট্রলার মালিক ও জেলেরা।দিন যত ঘনিয়ে আসছে,ট্রলার মালিক আর জেলেদের ব্যস্ততা তত বাড়ছে।তবে দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায়,অনেকটা কষ্টে কেটেছে জেলেদের জীবন।

মৎস সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সাগরে মাছ ধরার উপর প্রতিবছর ২০মে থেকে ৬৫দিনের নিষেধাজ্ঞা দেয়,সরকার।এ অবসরে পিরোজপুরের বিভিন্ন এলাকায় ট্রলার মেরামতসহ অন্যান্য কাজে ব্যস্ত সময় পার করছেন,ট্রলার মালিক ও জেলেরা।যাতে আগামী ২৩জুলাই অবরোধ শেষ হওয়ার সাথে সাথে তারা সমুদ্রে যাত্রা করতে পারেন।

তবে দীর্ঘ সময় নিষেধাজ্ঞা থাকায়,জেলেরা ছাড়াও এ পেশার উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন।তাদের দাবি যারা মৎস পেশার সাথে জড়িত,তারা অন্য কাজে অভ্যস্ত নয়।তাই দ্রব্যমূল্যের এ বাজারে দীর্ঘ অবসরে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে তাদের।সরকার অবরোধকালীন সময় জেলেদের ৮৬কেজি করে চাল দিলেও,তা অপ্রতুল এবং অনেকে এই বরাদ্দ পাননি বলেও অভিযোগ রয়েছে।

তবে জেলা মৎস কর্মকর্তা জানান,সাগরে মাছ ধরা ৫ হাজার ৩শ জেলেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রতিবছর ২০মে থেকে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত অব্যাহত থাকে।এ ৬৫দিন সাগরে মাছ আহরণ,সাগর থেকে আহরিত মাছ পরিবহন ও বিক্রি বন্ধ থাকে।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button