fbpx
দেশবাংলা

কুষ্টিয়ায় গড়াইয়ের ভাঙ্গনে বিলিন দ্বীপচরের ফসলী জমি

কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীর তীরে অবস্থিত দ্বীপচর। নদী ঘেঁষা এ চরে বসবাস প্রায় ১৫০টি ভূমিহীন পরিবারের। পাশেই রয়েছে আশ্রয় প্রকল্পের শতাধিক পরিবার। ইতোমধ্যে গড়াই নদী ভাঙ্গনে বিলিন হয়েছে কয়েক বিঘা ফসলী জমি। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। ভাঙন ঠেকাতে কার্যকরী ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।

কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীর পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে ভাঙন। ফলে আতংকে দিন পার করছেন উপজেলার আবাসন প্রকল্পের ও স্থানীয় বাসিন্দারা। চলতি সপ্তাহে ভাঙনে নদীগর্ভে গেছে ৩০ বিঘা ফসলি জমি। অসহায় কৃষকরা বাধ্য হয়ে অপরিপক্ব ফসল তুলছেন ঘরে। ভাঙন থেকে বাঁচতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের।

পানি উন্নয়ন বোর্ডকে ভাঙনের বিষয়ে অবহিত করা হয়েছে।দ্রুত নদী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তা। সরকারের দেয়া শেষ আশ্রয়স্থল ও আবাদি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে এমন চাওয়া ভুক্তভোগীদের।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button