শনিবার (৩ আগস্ট) প্যারিস অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টে অ্যাথলেটিক্স ট্র্যাকে নামছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর নামবেন বাংলাদেশ সময় বিকাল পৌনে ৩টায়।
ইমরান বিশ্ব অ্যাথলেটিক্স, এশিয়ান গেমসসহ অনেক বড় আসরে দেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার অংশ নিচ্ছেন অলিম্পিকে। এই ইভেন্টে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা না থাকরেও প্রাথমিক হিট উত্তীর্ণ হওয়াই ইমরানুরের মূল লক্ষ্য।
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর জানিয়েছেন, নিজের ক্যারিয়ার সেরা টাইমিং করতে চান তিনি। এ জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েই লড়বেন।
ইমরানুর আরও জানান, অলিম্পিক আসরে লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন তিনি। এই মহাক্রীড়াযজ্ঞে স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করতে চান।
এদিকে প্যারিস অলিম্পিকে আজ সাঁতারের পুলে থাকবেন সাঁতারু সোনিয়া খাতুন, ৫০ মিটার ফ্রি স্টাইলে। এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা পাঁচজনের মধ্যে তিনজনই বিদায় নিয়েছেন।