fbpx
খেলাধুলা

সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা

শেষ পর্যন্ত এ সফরে থাকছেন এই অলরাউন্ডার সাকিব আল হাসান। দুবাই থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। রোববার তাকে নিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবশেষ শ্রীলঙ্কা সিরিজে চোটের কারণে ছিলেন না অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এছাড়া বিশ্রামে ছিলেন পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান সফরে ফিরছেন এ দুই তারকা ক্রিকেটার। অন্যদিকে টানা ব্যর্থতার কারণে বাদ পড়ে গেছেন তরুণ ব্যাটার শাহাদাত হোসেন। এছাড়া দলে তেমন কোনো পরিবর্তন নেই।

আগামী ১৭ অগাস্ট পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ দলের। তবে সে সূচি এগিয়ে আনা হয়েছে। আগামীকাল সোমবার সকালেই লাহোরে উদ্দেশ্যে রওনা দেবে দলটি। ১৬ অগাস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শেষে ১৭ অগাস্ট ইসলামাবাদে যাবে টাইগাররা। সেখানে তিন দিন অনুশীলনের পর শুরু হবে টেস্ট সিরিজ।

২০২০ সালের পর এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। আগামী ২১ আগস্ট ইসলামাবাদে শুরু হবে প্রথম টেস্ট। এরপর করাচিতে দ্বিতীয় ম্যাচ শুরু ৩০ অগাস্ট। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

পাকিস্তান সফরের বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button