fbpx
Uncategorized

স্থগিত এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব

চলতি বছরের স্থগিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মঙ্গলবার সন্ধ্যায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানান।

তপন কুমার সরকার বলেন, ‘আগামী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। প্রস্তাবটি অনুমোদন হলে নতুন সময়সূচি প্রকাশ করা হবে।’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দফায় দফায় স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষা। সর্বশেষ ৭ আগস্ট জানানো হয় অনিবার্য কারণবশত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button