fbpx
Uncategorized

শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ

রাজধানীর উত্তরা থেকে ২০১৫ সালে এক আইনজীবীকে অপহরণ করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আদেশ দেন। এদিন দুপুরে আদালতে মামলার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা।

গুমের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও র‌্যাবের মহাপরিচালক বেনজির আজমেদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ভুক্তভোগী আইনজীবী সোহেল রানার দাবি বিএনপি নেতা সালাহউদ্দিনের সঙ্গে তাদের গুম করা হয়। তাদের চোখ বেঁধে এক কক্ষেই রাখা হয়।

মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button