fbpx
Uncategorized

নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু

দেশে অন্তর্বর্তী সরকারের বেঁধে দেওয়া নতুন দামে সব ধরণের জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী, শনিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

ফলে আগের চেয়ে কম দামে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন কিনতে পারছেন গ্রাহকরা।

পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ছয় টাকা কমেছে। অপর দিকে ডিজেলের দাম লিটার-প্রতি কমেছে এক টাকা ২৫ পয়সা।

বিশ্ববাজারের সঙ্গে ‘সামঞ্জস্য রেখে’ কিছুদিন আগে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে ১২৫ টাকা, পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে কমে ১২১ টাকা এবং ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে ১০৫ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে।

এর আগে, এক নির্বাহী আদেশে আওয়ামী লীগ সরকারের আমলে জারি করা জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল করে সংশোধিত অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button