fbpx
রাজনীতিবিএনপি

গণহত্যায় শহীদদের মধ্যে ৪২২ জন বিএনপির নেতাকর্মী : ফখরুল

স্বৈরাচার পতনের গণঅভ্যুত্থানে বিএনপি সর্বশক্তি দিয়ে রাজপথে ছিলো জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই-আগস্টের গণহত্যায় শহীদদের মধ্যে ৪২২ বিএনপির নেতাকর্মী। তিনি বলেন, নিহত প্রত্যেকের নাম, পরিচয় ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে, এই তালিকা বিএনপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, গণঅভ্যুত্থানে বিজয়ের পেছনে রয়েছে গত ১৬ বছরে দেশের অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। মানুষের অধিকারের আন্দোলনে বিএনপির দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন পরিক্রমার অবদান খাটো করে দেখার কোনো অবকাশ নেই।

এসময় ছাত্র-জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া প্রয়োজন।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button