fbpx
Uncategorized

যৌথবাহিনীর অভিযানে আয়েশা হত্যায় জড়িত ২ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় মাদক কারবারিদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন আয়েশা আক্তার (২৬) নামের এর নারী। নিহতের খবরের এরপরই অভিযানে নামে যৌথ বাহিনী।

অভিযানের প্রেক্ষিতে বুধবার ৩০ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হত্যার মূল পরিকল্পনাকারী আল ইসলাম (৪৫) ও হত্যার সাথে জড়িত অন্যতম সন্দেহভাজন নাসির (৩৪)কে কালসি থেকে দুইটি রামদা এবং একটি চাপাতিসহ গ্রেপ্তার করেন তারা।

গ্রেফতারের পর রাতে আসামিদের পল্লবী থানায় হস্তান্তর করেছেন। এই চঞ্চল্যকর হত্যার সাথে জড়িত সকল আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই হত্যার সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন যৌথবাহিনী।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরের পল্লবী বাউনিয়াবাঁধ এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম আয়েশা আক্তার (২৬)।

পল্লবী থানা পুলিশ বলছে, মাদক ব্যবসার আধিপত্যের জেরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এর মধ্যে এক নারীর মাথায় গুলি লাগে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে নিহতের সুরতহাল শেষে থানা হেফাজতে মরদেহ নিয়ে আসে পল্লবী থানা পুলিশ।

হত্যার বিষয়ে রাজধানীর পল্লবী থানায় নিহতের স্বামী মিরাজুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

মামলায় আসামিরা হলেন, মমিন (৩৫), শাবু (২৮), সম্রাট (২৩), শামিম (৪৫), জয়নাল (৩২), পাতা সোহেল, কালা মোতালেব(৪০), ভাগ্নে মামুন (৩৮), জাহাঙ্গীর (৩৩), ভেজাল মামুন (৪২), আল-ইসলাম (৪৫), ইউনুস ওরফে ডিস্কু (৪০), রুবেল (৩৮), মজনু (৫০), কালন (৩৫), কামাল (৩৫) ও জয় (২৭)।

পুলিশ সূত্রে জানায়, বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পল্লবী থানাধীন মিরপুর সেকশন- ১১ এর বাউনিয়াবাঁধ বি ব্লকে চিহ্নিত অস্ত্রধারী মাদক কারবারি সন্ত্রাসী মমিন, শাবু, সম্রাট, শামিম, জয়নাল, ইদ্রিস, কালা মোতালেব, কামাল, জাহাঙ্গীর, আল ইসলাম, ভেজাল মামুন, জয়, ইউনুস, রুবেলসহ অজ্ঞাত নামা ১৪-১৫ জন এলাকার শীর্ষ মাদক কারবারি ফতের ভাই মামুনের কাছে চাঁদা চায়।

এ নিয়ে কথা কাটাকাটি ও তর্কের মধ্যে আধিপত্য প্রদর্শনী পরিণত হয় গোলাগুলিতে।

তাতে বাউনিয়াবাঁধ বি ব্লকের ১৭/১৮ বাসার দ্বিতীয় তলার সিঁড়ি করিডোরে দাঁড়ানো আয়েশা আক্তার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত ভুক্তভোগী মৃত আয়েশার (৩০) স্বামী মিরাজুল পেশায় একজন বাস চালক।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button