fbpx
মানবসম্পদবাংলাদেশ

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় সিগাম্বুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে ১৫৮ জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বয়স ৪৫ বছরের মধ্যে।

গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি ৪০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া, ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালি ও একজন পাকিস্তানের নাগরিক রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ নিতে গ্রেফতার অভিবাসীদের কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button