fbpx
দেশবাংলারাজনীতি

রাজবাড়ীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা শহরে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সজ্জনকান্দার বাসভবন থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুল তলায় শেষ হয়।

চচজতহ

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, দোলোয়ার হোসেন, রবিন মণ্ডল, ছাত্রদল নেতা জাহিদ হোসেন, আলমগীর ও হাসানসহ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় র‌্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।

পে-অফ।

সংশ্লিষ্ট খবর

Back to top button