fbpx
দেশবাংলারাজনীতি

রাজধানীতে ঢাকাস্থ রাজবাড়ী ফোরামের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রাজধানী ঢাকায় কর্মরত রাজবাড়ী জেলাবাসীর সম্মানে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকাস্থ রাজবাড়ী ফোরামের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পল্টন এলাকার একটি রেস্তোরায় এ আয়োজন করা হয়।

সমাবেশে অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর অ্যাডভোকেট নূরুল ইসলাম, সেক্রেটারি মোঃ আলীমুজ্জামান, জেলা শাখার সাবেক আমীর মোঃ আক্তার উজ্জামান ও নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার।

473152980 4105025543109586 5169393094437210156 n

এছাড়াও এতে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ শেখ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার রইস উদ্দিন, সাংবাদিক নেতা শাহিন হাসনাত, মোঃ জামাল উদ্দিন ও রাজবাড়ী জেলা ছাত্র শিবিরের সাবেক নেতা রাজু আহমেদসহ অনেকে।

ঢাকাস্থ রাজবাড়ী ফোরামের সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন সেক্রেটারি মোঃ রুহুল আমিন হিরা।

এসময়, পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ীর সুনাম ঢাকাসহ সকল যায়গায় ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি জেলার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানান বক্তারা।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button