
যাত্রীদের ভোগান্তিতে ফেলে রেলওয়ের রানিং স্টাফরা যে কর্মবিরতি কর্মসূচি দিয়েছেন, তাকে ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি ।
ফাওজুল কবির খান বলেন, “রেলের কর্মীরা যে দাবিগুলোর কথা তুলছেন, সেগুলো নিয়ে আগেই রেলপথ বিভাগ থেকে অর্থ বিভাগের সঙ্গে আলাপ করা হয়েছে এবং, অর্থ বিভাগ বহুলাংশেই এটা পূরণ করে দিয়েছে।”
“এরপরও তারা যে কর্মবিরতি রাখছেন, এটা খুবই দুঃখজনক।”
তিনি বলেন, “আমরা আশা করি, যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে তারা অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করবেন এবং আলোচনায় যোগ দিবেন।”