fbpx
আন্তর্জাতিকএশিয়া

ভারতে কুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত

উত্তর ভারতে হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় উৎসব কুম্ভ মেলায় পদদলিত হওয়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রয়াগরাজ শহরের নদীর তীরে ঘুমিয়ে থাকা মানুষদেরকে স্নান করতে যাওয়া অন্য মানুষেরা পদদলিত করার কারণে এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিবিসি সংবাদদাতারা জানিয়েছেন যে নদীগুলোর মিলনস্থলের কাছাকাছি এলাকায় হুড়োহুড়ির পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের স্থানীয় সময় সকাল আটটা নাগাদ কুম্ভ মেলায় স্নানের এ ধর্মীয় উৎসব পালন করেছেন ২৮ লাখ তীর্থযাত্রী।

তবে পদদলিত হওয়ার এ ঘটনায় আরও কত জন আহত বা নিহত হয়েছে, সেই সংখ্যা নিশ্চিতভাবে জানা না গেলেও এখনও সেখানে অ্যাম্বুলেন্সের আনাগোনা দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে মাত্র পাঁচ মিনিটে ঘটনাস্থল থেকে ১০টি অ্যাম্বুলেন্স বেরিয়েছেন।

ঘণ্টা তিন-চারেক আগের পরিস্থিতিও ছিল অনেকটা এমনই। এ দিন ভোর পাঁচটার দিকে মাত্র ১৫ মিনিটের মাঝে অন্তত ২০টি অ্যাম্বুলেন্স বের হতে দেখা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button