বিদেশী ক্রিকেটারদের ধাপে ধাপে নিজ গন্তব্যে যাবেন জানাল দুর্বার রাজশাহী

বিপিএলে শেষ হয়েছে দুর্বার রাজশাহীর পথচলা। তবে আসর জুড়েই মাঠে ও মাঠের বাইরে নানা বিতর্কে আলোচনায় আসা রাজশাহীর বিদেশী ক্রিকেটারদের বাংলাদেশ থেকে যাওয়া নিয়ে বাতাসে ভাসছিল নেতিবাচক গুঞ্জন। তবে রাজশাহী নিশ্চিত করেছে, ধাপে ধাপে সবাই নিজ নিজ গন্তব্যে যাবেন।
বিপিএল জুড়েই পেমেন্ট ইস্যুতে বারবার আলোচনায় এসেছে রাজশাহী। আর সেখানে সরব দেখা গেছে বিদেশী ক্রিকেটারদের। একটি ম্যাচ তারা বয়কটও করেন পারিশ্রমিক না পাওয়ায়। এর আগে-পরেও তাদের হতাশার খবর এসেছে। সবশেষ রোববার ছড়িয়ে পড়ে নতুন খবর, রাজশাহীর বিদেশী ক্রিকেটাররা নাকি টিম হোটেল এখনও ছেড়ে যাননি। দেশে ফেরা নিয়েই নাকি আছেন অনিশ্চয়তায়।
তবে অফিশিয়াল বিজ্ঞপ্তিকে এই বিষয়গুলো নাকচ করে দিয়েছে রাজশাহী। “দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফরা চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে তাদের অধ্যায় শেষে আজ রাত থেকে নিজ নিজ গন্তব্যে রওনা হবেন।”
রাজশাহীর এই দলের বিদেশিদের মধ্যে বড় তারকা ও অন্যতম পারফর্মার জিম্বাবুয়ের রায়ান বার্ল এবং পাকিস্তানের মোহাম্মদ হারিস। এছাড়া আরও রয়েছে আফতাব আলম, মিগুয়েল কামিন্স ও লাহিরু সামারাকুনরা। এদের মধ্যে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে গেছেন লাহিরু।
রাজশাহীর ভাষ্য অনুযায়ী, বাকি বিদেশীরা ধাপে ধাপে বাংলাদেশ ছাড়ার পথে আছেন এখন। “রাজশাহীর জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল আজ রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারওয়েজে হারারের উদ্দেশ্যে রওনা হবেন এবং পাকিস্তানের মোহাম্মদ হারিস থাই এয়ারওয়েজে সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে লাহোরের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধান কোচ ইজাজ আহমেদও আগামীকাল ফ্লাইট ধরবেন। আর মিগুয়েল কামিন্স ৫ ফেব্রুয়ারি নিজ দেশের উদ্দেশ্যে রওনা হবেন। বাকি খেলোয়াড়রা সম্ভাব্য ফ্লাইট টিকেট পাওয়া সাপেক্ষে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হবেন।”
এই বিপিএলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে রাজশাহী। পেমেন্ট সংক্রান্ত নানা বিতর্কের মধ্যেও দলটি আসর শেষ করে টানা তিন জয়ের মধ্য দিয়ে।