fbpx
রাজনীতিবিএনপি

সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান রিজভীর

সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ তৈরি করে দ্রুত সুষ্ঠু ভোট দেয়া।

সম্প্রতি ঘোষিত মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতাদের সাথে নিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর সাংবাদিকদের এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দ্রুততম সময়ে নির্বাচন দিতে হবে, না হলে জনমনে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রা পথ যেন বাঁধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখা উচিত।

বিএনপির এ নেতা জানান, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। মানুষ কষ্ট পাচ্ছে। গ্যাস, পণ্যের দর বাড়তে থাকলে মানুষের নাভিশ্বাস উঠে যাবে।

বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নিয়ে বিএনপির ভাবনা কেমন? প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কাজ করছে। তারা রাজনীতি করতে পারবে কি না, এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার।

সংশ্লিষ্ট খবর

Back to top button