fbpx
অন্তর্বর্তী সরকারবাংলাদেশ

ড. ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র করছে ভারতীয় মিডিয়া: প্রেস সচিব

প্রফেসর ড. ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার দাবি, এতে জড়িত রয়েছে ভারতীয় মিডিয়া।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

এসময় স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকারও আহবান জানান তিনি।

প্রেস সচিব বলেন, পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে- গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার ও তাদের সাঙ্গপাঙ্গরা ফিরতে না পারে- সে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। তবে ফ্যাসিস্ট  সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি।

তিনি বলেন, সম্প্রতি ভারতের অবস্থান বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button