fbpx
বাংলাদেশবিএনপিরাজনীতি

আমরা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না : রিজভী

বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারে। কিন্তু দলটি সরকারকে ব্যর্থ হতে দেবে না।

কারণ সরকার গঠিত হয়েছিল ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, “একদিকে, আমরা অন্তর্বর্তী সরকারের গঠনমূলক সমালোচনা করছি। অন্যদিকে, আমরা একে অপরের পাশে বসে আলোচনা করছি। এটি গণতান্ত্রিক রীতি। কিন্তু আমরা সরকারকে ব্যর্থ হতে দেব না।”

“সরকারের সমালোচনা করার কারণে এখন আমাদের জেলে যেতে হবে না। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা জোরপূর্বক গুমের শিকার হতে হবে না। দমন-পীড়ন ও মিথ্যা মামলার মুখোমুখি হতে হবে না। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এই পরিবর্তন এসেছে,” যোগ করেন রিজভী।

সংশ্লিষ্ট খবর

Back to top button