অভিবাসীবাংলাদেশ

ইউরোপে রেকর্ডসংখ্যক বাংলাদেশির আশ্রয় আবেদন

সাড়া পেলেন মাত্র ৪ শতাংশ

গত বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে রেকর্ড ৪৩ হাজার ২৩৬ জন বাংলাদেশি আশ্রয়ের জন্য আবেদন করেছেন, তবে মাত্র ৩.৯ শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে। সোমবার (৩ মার্চ) ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আশ্রয়ের জন্য করা আবেদন সংখ্যা অনুযায়ী, বাংলাদেশ এখন ইইউভুক্ত দেশগুলোতে আশ্রয়প্রত্যাশী শীর্ষ ছয় দেশের মধ্যে রয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪০ হাজার ৩৩২, যা গত বছরে আরও বেড়েছে।

সবচেয়ে বেশি বাংলাদেশি আশ্রয় চেয়েছেন ইতালিতে, যেখানে ৩৩ হাজার ৪৫৫ জন আবেদন করেছেন। অন্যদিকে, ফ্রান্সে বাংলাদেশি আবেদনকারীর সংখ্যা কমে ৬ হাজার ৪২৯ জনে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হ্রাস।

ইইউএএ’র তথ্যে আরও জানা যায়, সিরীয় শরণার্থীদের ৯০ শতাংশ এবং আফগানদের ৬৩ শতাংশ আশ্রয় পেয়েছেন, কিন্তু বাংলাদেশিদের আবেদন ৯৬ শতাংশেরও বেশি ক্ষেত্রে প্রত্যাখ্যাত হয়েছে।

২০২৩ সালে ইইউ, নরওয়ে ও সুইজারল্যান্ড মিলিয়ে ১০ লাখের বেশি আশ্রয় আবেদন জমা পড়ে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ কম। জার্মানি, স্পেন, ইতালি ও ফ্রান্সে সর্বোচ্চ সংখ্যক আশ্রয়প্রত্যাশী আবেদন করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button