বাংলাদেশআইন-বিচার

১৩৩ কোটি টাকার বেশি মানিলন্ডারিং করেছেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান: সিআইডি

চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১৩৩ কোটি টাকারও বেশি মানিলন্ডারিং করেছেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশে তিনি এই অর্থপাচার করেছেন বলে তথ্য প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অরগানাইজড ক্রাইম বিভাগের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব।

তিনি বলেন, চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহমা জাতের গুরু আমদানি করে বিদেশে প্রায় ৮৬ লক্ষ টাকা অর্থ পাচার করেছেন ইমরান। তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি বংশীয় বলে প্রচার করে বিক্রি করতেন।

এছাড়াও মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইমরান হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে কারাগারে পাঠান বিচারক।

সংশ্লিষ্ট খবর

Back to top button