fbpx
অন্তর্বর্তী সরকারপ্রধান উপদেষ্টাবাংলাদেশ

জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা

দেশকে অস্থিতিশীল করার জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

“দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেয়া হচ্ছে, ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটোকার্ড বানিয়ে, অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে,” বলেন অধ্যাপক ইউনূস।

জনগণকে বিভ্রান্ত ছড়ানোর এসব কর্মকাণ্ডের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।

“কারা এর পেছনে আছে, কেন আছে তা আপনাদের সবারই জানা আছে…আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়,” বলেন প্রধান উপদেষ্টা।

নির্বাচনের সময় যতই কাছে আসবে, ততই গুজবের রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে বলেও মন্তব্য করেছেন অর্ন্তবর্তী সরকারের প্রধান।

“তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে,” বলেন অধ্যাপক ইউনূস।

গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে সরকার জাতিসংঘের সহযোগিতা চেয়েছি বলে ভাষণে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ মহাসচিব এক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রধান উপদেষ্টা।

সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে তিনি আবারও বলেছেন যে, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।

“আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ, উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি,” বলেন অধ্যাপক ইউনূস।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন সরকার প্রধান।

“জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে, প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন,” বলেন অধ্যাপক ইউনূস।

সব দলের সঙ্গে আলোচনা করে জুলাই চার্টার বা জুলাই সনদ তৈরি করা হবে বলে প্রধান উপদেষ্টার ভাষণে জানানো হয়েছে।

“আমাদের দায়িত্ব, জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা,” বলেন অধ্যাপক ইউনূস।

সংশ্লিষ্ট খবর

Back to top button