অন্তর্বর্তী সরকারবাংলাদেশ

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের দাওয়াত প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

Eid CAগত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক (এডমিন) খন্দকার মোমিনুর রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দাওয়াতপত্র দুটি হস্তান্তর করেন যথাক্রমে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব মো. আব্দুস সাত্তার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস মেহেদী হাসানের কাছে।

উল্লেখ্য, প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। পরে পবিত্র ঈদুল ফিতরের দিন তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button