বাংলাদেশ

প্রযুক্তিবিদদের পরামর্শের পর চূড়ান্ত হবে প্রবাসীদের ভোটদান পদ্ধতি: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রযুক্তিবিদদের পরামর্শের পর চূড়ান্ত হবে প্রবাসীদের ভোটদান পদ্ধতি। আজ বুধবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ বলেন, ‘প্রবাসীরা কোন পদ্ধতিতে ভোট দেবেন সে জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। তারা ১০-১২ দিনের মধ্যে রিপোর্ট দেবে, এরপর অংশীজনের সাথে আলোচনা হবে। প্রবাসীদের ভোটদানের জন্য প্রস্তাবিত পদ্ধতি হলো পোস্টাল ব্যালট, অনলাইন ভোট ও প্রক্সি ভোট। বর্তমানে পোস্টার ব্যালটে ভোটদানের সুযোগ থাকলেও তা কার্যকর নয়। এখন পর্যন্ত একজনও ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেয়নি।’

এর আগে গতকাল মঙ্গলবার প্রক্সি ভোটিং পদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি এবং সরকারি-বেসরকারি উন্নয়ন সহযোগীদের মতামত নেয় কমিশন।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button