আন্তর্জাতিকএশিয়াকানাডা

অবৈধ ভারতীয় শ্রমিকদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কানাডা

কানাডায় অবৈধভাবে বসবাস ও কাজ করা ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে চলতি বছর অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি কানাডায় পরিচালিত অন্যতম বৃহত্তম ও ব্যাপক আইনপ্রয়োগ অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।

ক্যালগারি শহরের বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা থেকে শুরু করে টরোন্টো ও ভ্যাংকুভারের আশপাশের রেস্তোরাঁ ও খামারে এই অভিযান চলছে। এসব স্থানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া সাবেক শিক্ষার্থী বা অস্থায়ী কর্মীরা কাজ করছিলেন। গত আগস্ট মাস থেকে তাঁদের আটক করা হচ্ছে বা দেশত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে।

গত ১৫ অক্টোবর ক্যালগারির একটি নির্মাণাধীন স্থাপনায় বড় পরিসরে অভিযান চালিয়ে চারজন অবৈধ শ্রমিককে আটক করে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA)। তাঁদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক। আটক ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে সেপ্টেম্বরে টরোন্টোর পিল অঞ্চলে পরিচালিত অভিযানে ৫০ জনের বেশি ভারতীয় শ্রমিককে শনাক্ত করা হয়। তাঁদের অধিকাংশই ভারতের পাঞ্জাব রাজ্য থেকে শিক্ষার্থী হিসেবে কানাডায় গিয়েছিলেন। ভিসার মেয়াদ শেষ হলেও তাঁরা অবৈধভাবে বিভিন্ন খাতে কাজ চালিয়ে যাচ্ছিলেন।

CBSA জানিয়েছে, অবৈধভাবে শ্রমিক নিয়োগ দেওয়ার প্রতিটি ঘটনার জন্য সংশ্লিষ্ট নিয়োগদাতাদের সর্বোচ্চ ৫০ হাজার কানাডীয় ডলার পর্যন্ত জরিমানা করা হচ্ছে। পাশাপাশি যারা মানবপাচার বা অবৈধ নিয়োগ চক্রের সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংস্থাটি জানায়, এই অভিযান তাদের “ইনল্যান্ড এনফোর্সমেন্ট প্রোগ্রাম”-এর অংশ, যার লক্ষ্য অবৈধ কর্মসংস্থান ও মানবপাচার নেটওয়ার্ক ধ্বংস করা। এ উদ্দেশ্যে CBSA সম্প্রতি অতিরিক্ত এক হাজার কর্মকর্তা মোতায়েন করেছে এবং উচ্চ-ঝুঁকিপূর্ণ অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর সরঞ্জাম ব্যবহার শুরু করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বেড়েছে। তবে পড়াশোনা শেষ হওয়ার পর অনেকে সময়মতো ভিসা নবায়ন না করেই বিভিন্ন খাতে কাজ চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, কানাডা সরকার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর নীতি নিচ্ছে, যা ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button