fbpx
অপরাধআইন-বিচারদেশবাংলা

নুসরাত হত্যায় কেরোসিন ও বোরখা এনেছিল মনি, ফেনীতে গ্রেফতার

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া নারী (কামরুন নাহার মনি) সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা। সে নুসরাতের সহপাঠী ও ওই মাদ্রাসার আলীম পরীক্ষার্থী। দুপুরে মনিকে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে আটক করা হয়।  

পিবিআই সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন আসামি মনি। সে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। এমনকি নুসরাতকে পুড়িয়ে মারতে ব্যবহৃত এক লিটার কেরোসিন পলিথিনে বহন করে এনেছিল এই মনি। তার বাবার নাম ছালেহ আহমেদ।

এছাড়া জান্নাতুল আফরোজকে গ্রেফতার করার বিষয়টি মাদরাসার মাওলানা মো. হোসাইনও নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে পরীক্ষা কেন্দ্র থেকে জান্নাতুলকে আটক করে নিয়ে গেছে পুলিশ। সে স্থানীয় আবদুল আজিজের মেয়ে। এ নিয়ে মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button