fbpx
বাংলাদেশ

দেড় মাসে বাংলাদেশ সীমান্তে নিহত-১১

গত দেড় মাসে বাংলাদেশ সীমান্তে ১১ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, বিজিবির পরিকল্পনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আশিকুর রহমান।

এ সময়, বিজিবি চলতি বছরের জানুয়ারি মাসে সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে, ৯৭ কোটি ১৮ লক্ষ্য ৩ হাজার টাকা মুল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব জব্দ করেছে বলেও জানান, তিনি। তিনি বলেন, অভিযানে ২৭২ জন চোরাচালানকারী এবং অবৈধভাবে সীমান্ত অরিক্রমের দায়ে ৩৮ বাংলাদেশী ও ২ জন বিদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

এছাড়াও, অভিযানে ৭ লাখ ২৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ হাজার ৭৪১ বোতল ফেন্সিডিলসহ বিপুল পরিমান মাদক দ্রব্য, ২টি পিস্তল, ৪টি বন্দুক, ম্যাগাজিন, গুলি ও এ কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার যানবাহন আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button