fbpx
রাজনীতি

মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী,এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে, কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন তিনি। তবে, প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা মানবেন বলে প্রত্যাশা করেছেন তিনি।এছাড়া বিএনপির কর্মকর্মসূচীর দিনে,জনগণের স্বার্থে চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে আওয়ামীলীগ মাঠে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে, সাংবাদিকদের সাথে কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন উপজেলা নির্বাচনে প্রথম পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেও, অনেক মন্ত্রী, এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার করেনি, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গেলে ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনের এখনো বেশ কিছু দিন বাকি আছে জানিয়ে কাদের বলেন, তাদের প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে। দল শেষ পর্যন্ত অপেক্ষা করবে।

বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের সমাবেশ কেন জানতে চাইলে তিনি বলেন, পাল্টাপাল্টি নয়,  আগুন সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে দলের নেতাকর্মীরা। ইতিবাচক রাজনীতি করলে বিএনপিকে স্বাগত জানানো হবে বলেও জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

 বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button