fbpx
আওয়ামী লীগরাজনীতি

নিত্যপণ্য মজুদে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

করোনার অজুহাতে চাল-গম নিয়ে আতঙ্ক সৃষ্টি কিংবা বাড়তি মজুদ করলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অন্যদিকে, করোনা আতঙ্কে অহেতুক বাজারে অস্থিরতা সৃষ্টি না করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা।

সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলমান বাজার মনিটরিং বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। ক্রেতাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এছাড়া, করোনা ইস্যুকে পুঁজি করে বাড়তি মুনাফার সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থারও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। এতে তিনি বলেন, স্কুল-কলেজ বন্ধ করে দেয়ার পরপরই গত দুই দিনে করোনা ভাইরাসের আতঙ্ক নিত্যপণ্যের ওপর প্রভাব ফেলেছে।

মানুষ বেশি করে পণ্য কিনে ভীতি সৃষ্টি করছে। রোজা সামনে টিসিবি আরও বেশি তেল, চিনি, ছোলা ও পেঁয়াজ বিক্রি করবে বলেও জানান মন্ত্রী।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button