fbpx
আন্তর্জাতিকএশিয়া

পরমাণু সাবমেরিন চালু করলো চীন

উহান থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারি ঠেকাতে যখন বিশ্ব হিমসিম খাচ্ছে তখন কোনো ঘোষণা ছাড়াই পরমাণু সাবমেরিন জাহাজ চালু করলো চীন।

দেশটির রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমসে এ খবর প্রকাশিত হয়েছে। চীনা গণ মুক্তিফৌজের নৌবাহিনী বা পিএলএএন’র প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকী উদযাপন সংক্রান্ত খবরে এ তথ্য প্রকাশিত হয়। পিএলএএন’র নতুন অস্ত্রের তালিকা প্রকাশ করে এটিকে বাহিনীটির সাম্প্রতিক অর্জন হিসেবে তুলে ধরা হয়।

নতুন অস্ত্রের তালিকায় চীনের টাইপ ০৫৫ ডেস্ট্রয়ার, চীনে তৈরি প্রথম বিমানবাহী রণতরী, সাবমেরিন বিধ্বংসী নতুন টহল বিমান কেকিউ-দুইশো’র পাশাপাশি নতুন পরমাণু সাবমেরিন জাহাজের কথাও উল্লেখ করা হয়।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button