একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়ে মোদীর টুইট

করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটে মোদী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, তাকে এবং তার দেশের মানুষকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে।
এ ছাড়া, করোনা ভাইরাস মোকাবিলায় পরস্পরকে সহায়তার উপায় নিয়েও আলোচনা করেছেন তারা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকারেই চলবে বলেও এ সময় জানান মোদী। এর আগে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কোভিড-১৯ মহামারিতে সৃষ্ট পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন প্রতিবেশী দুই নেতা। করোনা ভাইরাস মহামারীতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।