fbpx
বলিউডবিনোদন

বলিউড ড্রিম গার্লের ৭২তম জন্মদিন আজ

বলিউডের ড্রিমগার্ল নামে পরিচিত হেমা মালিনীর আজ ৭২তম জন্মদিন। ১৯৪৮ সালের আজকের দিনে (১৬ই অক্টোবর) জন্মেছেন তিনি।

নায়ক শাসিত বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন এই নায়িকা। নায়কের পাশাপাশি হেমাও ছিলেন বক্স অফিসের তুরুপের তাস। রাজনীতির মাঠেও তিনি সরব ছিলেন।

তামিল ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে শোলে, সীতা ঔর গীতা, মিরা, কিনারা, সন্ন্যাসী, মেহবুবা, ড্রিম গার্ল, প্রেম নগর, খুশবুসহ প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ধর্মেন্দ্র, রাজেশ খান্না, অমিতাভের সঙ্গে জুটি গড়ে কাপিয়েছেন পর্দা।

সর্বমোট ১১ বার ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। ২০০০ সালে তিনি পদ্মশ্রী সম্মাননা লাভ করেন। ২০১৭ সালে এক থি রানি অ্যাইসি ভি ছবিতে শেষ দেখা গিয়েছিল হেমা মালিনীকে।

অভিনয় ছাড়াও তিনি সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেছেন। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন আলোচিত। পর্দার নায়ক ধর্মেন্দ্রকে বিয়ে করে হয়েছিলেন ধর্মান্তরিত। রাজনীতির মাঠেও তিনি ছিলেন সরব। ২০০৪ সালে যোগ দেন বিজিপিতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button